কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রাম জেলায় সম্প্রসারিত হচ্ছে ফেলনের আবাদ। অতীতে জেলার কিছু নির্দিষ্ট এলাকায় ফেলন চাষ হলেও তা ক্রমেই জেলার অন্যান্য উপজেলায় ছড়িয়ে পড়ছে। ২০১৫-১৬ রবি মৌসুমে জেলায় ১০৩৮১ হেক্টর জমিতে ফেলনের আবাদ হয়েছে। ফেলন আবাদ ও উৎপাদন কৌশলে আধুনিক প্রযুক্তি প্রয়োগে কৃষকদের উৎসাহিত করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের চলমান বিভিন্ন প্রকল্পের আওতায় মাঠ প্রদর্শনী স্থাপন করছে যা সংশ্লিষ্ট এলাকার কৃষকদের ফেলন চাষে উদ্ভুদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করছে। এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক কৃষিবিদ মো. আমিনুল হক চৌধুরী জানান, দেশে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে চট্টগ্রাম জেলায় ফেলন আবাদ সম্প্রসারণে বিশেষ গূরুত্ব প্রদান করা হচ্ছে। ফেলন বিনাচাষে চাষ করা সম্ভব। সেচের প্রয়োজনীয়তাও অত্যন্ত কম। তাছাড়া ফসল সংগ্রহের পর ফেলন গাছকে মাটিতে সবুজ সার হিসেবে মিশিয়ে দেওয়া যায়। ফলে মাটির স্বাস্থ্যও ভাল থাকে। অতীতে ছিটিয়ে ফেলন চাষ করা হলেও বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় ফেলন চাষেও লেগেছে আধুনিক প্রযুক্তি ছোঁয়া। বর্তমানে অনেক কৃষকই সারিবদ্ধ পদ্ধতি ফেলন চাষ করছেন। ছিটিয়ে বপনের তুলনায় সারিবদ্ধ চাষে ফলন বৃদ্ধি ও বিভিন্ন আন্তঃপরিচর্যার সুবিধার কারনে প্রদর্শনী এলাকার কৃষকরা সারিবদ্ধভাবে ফেলন চাষে ক্রমেই উৎসাহী হয়ে উঠেছে।